কয়েকশত বছর পূর্বে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়ীয়া জেলার পশ্চিমে মেঘনা নদীর পূর্ব তীরে আশুগঞ্জ উপজেলার মধ্যে অবস্থহিত একটি গ্রাম তালশহর নামে প্রতিষ্টিত হয় ।এই গ্রামে সর্ব প্রথম যাদের বসবাস তাদের নাম হচ্ছে-গারু,হাইস্সা,তিফরা,কাইস্তরা,সাউ,পাল এবং রৌদ্রপাল সহ আরো বিভিন্ন ধরনের লোক বসবাস করত । এর পর এই গ্রমে বিভিন্ন স্থান থেকে আসা মুসলমান সমাজের বসবাস শূরু হয় ।
উল্লেখ্য যে , এই গ্রামের সর্ব প্রথম প্রতিষ্ঠিত বাড়ী হচ্ছে- তালশহর পশ্চিম পাড়া লাড়ুর বাড়ী । ততকালীন সময়ে এই গ্রামের মান-মর্যাদা অনেক উচ্চ পর্যায়ে ছিল ।বর্তমানেও এই গ্রামটি সু-শিক্ষার দিক থেকে একটি আর্দশ গ্রাম হিসেবে প্রতিষ্ট বলে সকলের কাছে অতি পরিচিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস