Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তালশহর(পঃ ইউনিয়নের ইতিহাস

কয়েকশত বছর পূর্বে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়ীয়া জেলার পশ্চিমে মেঘনা নদীর পূর্ব তীরে আশুগঞ্জ উপজেলার মধ্যে অবস্থহিত একটি গ্রাম তালশহর নামে প্রতিষ্টিত হয় ।এই গ্রামে সর্ব প্রথম যাদের বসবাস তাদের নাম হচ্ছে-গারু,হাইস্সা,তিফরা,কাইস্তরা,সাউ,পাল এবং রৌদ্রপাল সহ আরো বিভিন্ন ধরনের লোক বসবাস করত । এর পর এই গ্রমে বিভিন্ন স্থান থেকে আসা মুসলমান সমাজের বসবাস শূরু হয় ।

উল্লেখ্য যে , এই গ্রামের সর্ব প্রথম প্রতিষ্ঠিত বাড়ী হচ্ছে- তালশহর পশ্চিম পাড়া লাড়ুর বাড়ী । ততকালীন সময়ে এই গ্রামের মান-মর্যাদা অনেক উচ্চ পর্যায়ে ছিল ।বর্তমানেও এই গ্রামটি সু-শিক্ষার দিক থেকে একটি আর্দশ গ্রাম হিসেবে প্রতিষ্ট বলে সকলের কাছে অতি পরিচিত ।